ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪

শিয়ালকাঠীতে ইউপি সচিব না থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক :: শিয়ালকাঠীতে ইউপি সচিব না থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।
পিরোজপুরের কাউখালীতে ইউপি সচিব না থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ ‌। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সচিব  ফিরোজ আহম্মেদ গত ৬-১১-২৩ তারিখ পিরোজপুর সদরের দূর্গাপুর ইউনিয়নের বদলী হয়ে যায় । সেই থেকে অদ্য পর্যন্ত এ ইউনিয়নে কোনো সচিবকে নিয়োগ দেওয়া হয় নি। কিছু দিন পূর্বে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সচিব সুমনকে সপ্তাহে ২ দিনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সচিব  চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নে বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন। যার কারণে অতিরিক্ত দায়িত্ব পাওয়া ইউনিয়নে ঠিকমতো সময় দিতে পারছে না। সচিব না থাকায় পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম ও জন গুরুত্বপূর্ন বিষয় গুলোর সুবিধা পেতে দিনে পর দিন অপেক্ষা করতে হয় জনগনকে।এ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফলইবুনিয়া গ্রামের মেম্বর মোঃ মেহেদী হাসান জানান, জন্ম নিবন্ধন সুবিধা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় ।জনগনকে এছাড়াও ভিজিএফ, ভিজিটি, মৎসজীবিদের তালিকা ও সবিধা পেতেও দীর্ঘ সময় পেরিয়ে যায়। ফলে এ ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। আবার এর উপরে গত সপ্তাহে চেয়ারম্যান গাজী সিদ্দীকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংকরপ্রর গ্রামের মোঃ মিজান ও  ফলইবুনিয়া গ্রামের আজিম জন্ম নিবন্ধন করতে এসে তারা কয়েক দিন ঘুরে বাড়ি ফিরে গেছে বলে অভিযোগ করেন। সব মিলিয়ে এ ইউনিয়নে জনগন স্মার্ট সুবিধা তো দূরে কথা সাধারণ সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন অত্র ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ জনগণ।
 এব্যাপারে  কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা জানান,  দ্রুত সময়েরর মধ্যে ইউপি সচিব  দেওয়া হবে। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।