ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরি

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরি

মসজিদ থেকে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা ঘটেছে। চোর সনাক্তে রীতিমতো উঠেপড়ে লেগেছে এলাকার মুসল্লিরা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১ মে) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদে।

জানা গেছে, ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জেলার ১৯ জন মুসল্লি নিয়ে ৪০ দিনের চিল্লায় ওই মসজিদে তাবলিগ জামাতে আসেন মুসুল্লিরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বরিশালের তাবলিগ জামাতের সাথীরা। তাদের সম্মানে ১৩ কেজি গরুর মাংস কিনে এনে আয়োজন করা হচ্ছিল খাবারের। তবে দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা যোহরের নামাজ পরতে যাওয়ার পর সেই মাংস চুরি হয়ে যায়।

তাবলিগ জামাতের সাথি ও স্থানীয়রা জানান, ১৩ কেজি গরুর মাংসসহ এক মুসুল্লির ছয় হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা এই প্রথম। এমন ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে মসজিদ কমিটি। কীভাবে মাংসসহ মানিব্যাগ ও বাইসাইকেল চুরি হলো আর কে বা কারা চুরি করলো তা খুঁজে বের করতে আইনাগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।

স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, গত ছয় মাসে ওই মসজিদে এ নিয়ে ছয়টি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া প্রায়ই মসজিদে জুতা চুরির ঘটনা ঘটছে। তাই মুসুল্লিরা মসজিদ কম্পাউন্ডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।