ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪

বরিশালে অ*প্রচা*রের বি*রু*দ্ধে যুবদল নেতা রবিউলের সংবাদ সম্মেলন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৫, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল ইসলামকে

পূর্ণবহালের বৈঠকে ম্যানেজিং কমিটির এক সদস্যের টেবিলে বসা নিয়ে তুলকালাম কান্ডের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগ তুলে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করানোর অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে দেখা যায় ৫ নভেম্বর সকাল দশটায় উজিরপুরের গুঠিয়া – বরিশাল মহাসড়কের গুঠিয়া আইডিয়াল কলেজ ও গুঠিয়া বাজার মহাসড়কে মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কিছু কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজের ব্যানারে। এ সময় ছাত্রছাত্রীরা মিছিলসহ কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। উজিরপুর মডেল থানা পুলিশের প্রচেষ্টায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেল তিনটায় গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বহিষ্কৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল ইসলামকে পূর্ণবহাল সংক্রান্ত এলাকার কতিপয় লোকজন কে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল সরদার প্রধান শিক্ষকের টেবিলে গিয়ে বসেন। এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে এলাকার ভাইরাল হয়ে যায়, এবং টেবিলে রাখা পুস্তকের পাশে বসলে রবিউলের প্রতিপক্ষরা ওই ঘটনাকে কুরআন শরীফের উপরে বসা বলে চালিয়ে দিয়ে কুরআন অবমাননা বলে প্রচার করে।
এ বিষয় বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও চরমোনাই আলিয়া মাদ্রাসার প্রভাষক মুফতি মাসুদ হাসান ফিরোজ বলেন ঘটনার সময় আমি ছিলাম এবং ম্যানেজিং কমিটির সদস্য প্রধান শিক্ষকের টেবিলের উপর বসে ছিলেন কিন্তু সেখানে কোন কুরআন ছিল কিনা আমাদের কাহারো জানা ছিল না।তবে তিনি টেবিলের উপরে বসায় তাৎক্ষণিক সবার কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। এ বিষয়ে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান ঘটনার দিন ম্যানেজিং কমিটির সদস্য ও যুবদল নেতা মোঃ রবিউল ইসলাম টেবিলে বসেছিলেন কিন্তু যখন আমি বলেছি এখানে কুরআন আছে তখন তিনি টেবিল থেকে নেমে কুরআনের উপর হাত দিয়ে চুম্বন করেন। এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম ০৫ নভেম্বর দুপুর বারোটার সময় বিদ্যালয় সংলগ্ন পুরাতন ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, তাহার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেওয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপ-প্রচার চালাচ্ছেন।এ বিষয় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।