ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর খাল থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার।

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শামীম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মো. মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শামীম প্রতিদিনের মতো খালে গোসল করতে নেমে নিখোঁজ হন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। পরিবারের সদস্যরা জানান, শামীম সাঁতার জানলেও তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, খালে নামার পর অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’’