ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে  পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের বি*ক্ষো*ভ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে  পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ।

সোনারগাঁও টেক্সটাইল থেকে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের সকল দেনা-পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলচত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল থেকে ছাঁটাইকৃত শ্রমিক লতিফা বেগম। বক্তব্য রাখেন, সোনারগাঁও টেক্সটাইলের ছাঁটাইকৃত শ্রমিকদের পক্ষে তাহমিনা বেগম, মামুন খান প্রমুখ। এছাড়া, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি বেল্লাল গাজী প্রমুখ।

বক্তারা জানান, ২০২০ সাল থেকে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়। অনেক শ্রমিক ২০-২৫ বছর ধরে সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করছিলেন, কিন্তু তাদের বকেয়া পাওনা বা হিসাব তাদের হাতে তুলে দেওয়া হয়নি। শ্রম আইন অনুযায়ী, এই শ্রমিকদের গ্র‍্যাচুইটি, অর্জিত ছুটি এবং অন্যান্য পাওনা পরিশোধ করার কথা।

এই বিষয়ে ইতিমধ্যে শ্রম আদালতে মামলা করা হয়েছে। সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ, শ্রম আদালতের নির্দেশ অনুসারে, ছাঁটাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সিদ্ধান্ত দিলেও সম্প্রতি বিচারক পরিবর্তন হওয়ার পর তারা টাকা পরিশোধ না করার ঘোষণা দিয়েছেন।

বক্তারা তাদের বক্তব্যে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষকে তাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তারা দাবি করেন, ছলচাতুরীর পথ পরিহার করে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা উচিত।