ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ২০০ টাকায় গরুর মাংস

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৩০, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংসের কম্বো প্যাকেজ।

বরিশাল বিভাগের   পটুয়াখালী জেলার কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। এখন থেকে কৃষক বাজারে শাক-সবজির পাশাপাশি মাংসও পাওয়া যাচ্ছে এবং এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৯ নভেম্বর) প্যাকেজটি চালুর পরপরই পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভিড় করতে থাকেন সাধারণ ক্রেতারা।

কৃষক বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এই কম্বো প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, ৩ পিচ আলু ও ৩টি কাচা মরিচের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর ৫০০ গ্রাম গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা। স্বল্প দামের এ প্যাকেজটি চালু করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার এই কৃষক বাজারটি চালু করা হয়। খাজনাবিহীন এ বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, প্রথমত শাক-সবজি দিয়ে কৃষক বাজার শুরু করলেও এখন দিন দিন এ বাজারের চাহিদা বেড়েছে। আর সেজন্যই মূলত এ বাজারে আমরা যুক্ত করেছি মাংসের কম্বো প্যাকেজ।

তিনি আরও বলেন, সাধারণ ক্রেতাদের এই চাহিদা যদি চলমান থাকে তাহলে সামনের দিনগুলোতে এখানে নিত্যপ্রয়োজনীয় সকল মালামাল পাওয়া যাবে এবং এতে করে বাজারের অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছি।