নিউজ ডেস্ক :: শেখ হাসিনা লক্ষন সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়েছে: জামায়াতে আমীর
শেখ হাসিনা লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বানসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেন, যখন মাত্র ১৮ জন সৈনিক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেছিল। তখন লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে তার আপন দেশে পালিয়ে গেছে। যে দেশে হাসিনা বড় হয়েছিল, যে দেশের আদর্শ হাসিনা লালন-পালন করেছিল। পৃথিবীর ইতিহাসে কোনো শাসকের এভাবে পালিয়ে যাওয়া বিরল ঘটনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল শাহাজানপুর ব্রাঞ্চের সুপারিনটেনডেন্ট ডা. হারুনুর রশীদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, জামায়াতের ঢাকা উত্তর খান সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি সামছুল কবির বাহার প্রমুখ।
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়