
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরন আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত।
আজ পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বর্ণাঢ্য বর্ষবরন আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। ১৪ এপ্রিল সোমবার সকাল ৯ টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা বরিশাল এর নেতৃত্বে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির উপাদান হাত পাখা, মাথার মুকুট, মুখোশ, পালকি, ঠেকি ইত্যাদি উপকরণের উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় দেশীয় সংস্কৃতিকে। শোভাযাত্রার উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার, উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বেলস্ পার্ক মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা ফিতা কেটে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। পরে বেলস্ পার্ক মাঠে গ্রামীণ খেলা বৌসি, কাবাডি ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে গাছের চারা ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।