
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমাণ পেয়েছে দুদক। এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তারা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বরিশাল জেলা সাব রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক। এ সময় দুদক কর্মকর্তারা চারটি দলিল রেজিস্ট্রেশনে সরকারি ফি কম দেওয়ার অভিযোগ পায় তারা।
দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানায়, বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে তারা। এছাড়া জমির মূল্য অনুযায়ী সরকার নির্ধারিত একটি উৎস্য কর থাকে। এই উৎস কর উপেক্ষা করে সরকারি কোষাগারে কম উৎস্য কর প্রদর্শন করে প্রদানপূর্বক দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা গেছে এক মাস, দুই মাস পরে বিভিন্ন দলিলে বিভিন্ন রকমের দাম দেখিয়ে উৎস্য কর জমা দিয়েছে তারা। কিন্তু ওই দলিলের যে উৎস করে অতিরিক্ত টাকা পরবর্তীতে আদায় করেছে সেটা সরকারি কোষাগারে জমা হয়েছে মর্মে রেজিস্টারের কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরো জানায়, জেলা রেজিস্টার ও তার কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগের প্রেক্ষিতে তার দপ্তরে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে যা পাওয়া গেছে তা প্রতিবেদনে উল্লেখ করে দুদক প্রধান কার্যালয় ঢাকায় পাঠানো হবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় দুদক।