ঢাকাশুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে  বৃদ্ধকে কু পি য়ে জ খ ম

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে ছেলেকে না পেয়ে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় আহত মাসুদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাসুদ ওই এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মাসুদ হোসেন সিকদার বলেন, আমার ছোট ছেলে রাতুলের সাথে পূর্ব শত্রুতা ছিলো রোকেয়া আজীম সড়কের কিছু ছেলেপানের সঙ্গে। এসব খুটিনাটি বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য আমার বাসায় আসেন রোকেয়া আজীম সড়কের বাসিন্দা ফোরকান ফরাজি ও বেল্লাল। ঘরের মধ্যে তাদের সঙ্গে কথা বলার সময় আমি টের পাই, আমার ঘরের চারপাশে ঘিরে রেখেছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। একপর্যায়ে আমি বিষয়টি টের পেয়ে আমার ঘর থেকে পালানোর চেষ্টা করি। কিন্তু ফোরকান ফরাজি ও বেল্লাল আমাকে টেনে ধরে। পরে বাহিরে থাকা উচ্ছৃঙ্খল ছেলেগুলো ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ও ডান হাতে কুপিয়ে মারাত্মক জখম করে।

তিনি আরও বলেন- ফোরকান ফরাজি ও বেল্লালের শেল্টারে এই হামলা চালায় রোকেয়া আজীম সড়কের বাসিন্দা চান্দু ফরাজির ছেলে রিফাত ও সাকিব, নুর ইসলামের ছেলে কুদ্দুস ও সজিব, বেল্লালের ছেলে মহিম ও শুভ, কামালের ছেলে আশিক। এছাড়াও একই এলাকার অনিক, রমজান, সাগরসহ অনেকে হামলার সঙ্গে জড়িত।

আহতের ছেলে মোঃ রাতুল হাসান বলেন, ঘটনার সময় আমরা দিশেহারা হয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে হামলাকারীরা।

 

তবে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক বলেন, ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।