ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে এপিবিএন পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২০, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এপিবিএন পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত।

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় এপিবিএন পুলিশের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান ১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন।পরে এপিবিএন পুলিশ সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।১০ এপিবিএন পুলিশের অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১০ এপিবিএন পুলিশের অধিনায়ক এর সহধর্মিণী মিসেস আরফিনা আলম।এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন,বিএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মোঃ শামিম হোসেন,আরআরএফ পুলিশের কমাড্যান্ট মোঃ আব্দুস সালাম।

 

অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।এ সময় র‍্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।এছাড়াও অনুষ্ঠানে ১০ এপিবিএন পুলিশের সকল পুলিশ সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।