
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি :: সমাজকর্মী ও শিক্ষানুরাগী, মুহাম্মাদ আমানুল্লাহ খান নোমানকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি করে নতুন অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ।
২০ এপ্রিল (রোববার) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রাজগুরু দারুস সুন্নত দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলামকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রেজাউল করিম।
এছাড়াও কমিটিতে মোঃ ইব্রাহিম হোসেনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
মনোনীত ব্যক্তিরা আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান একজন সমাজকর্মী ও শিক্ষানুরাগী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবাং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে সমাজমুখী নানা কাজের সাথে যুক্ত। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন, হাসিনা এনায়েত ওয়েলফেয়ার ট্রাস্ট ও বরিশাল সোসাইটি সংগঠন। এই সব সংগঠনের উদ্যোগে নানামুখী সমাজ ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছেন।
সম্প্রতি বরিশাল সোসাইটির ব্যানারে ঢাকা প্রেসক্লাবে ভাংগা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেইন রাস্তা এবং চীন সরকারের উদ্যোগে বাংলাদেশে নির্মিত ছয়টি হাসপাতালের একটি হাসপাতাল বরিশালে নির্মানের দাবীতে মানববন্ধন করে আলোড়ন তৈরি করেছেন।