
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত।
আজ ২২ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশালের আয়োজনে ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় বরিশাল প্রাঙ্গণে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আল এমরান খন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক বক্তব্য প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রিয়া প্রতিযোগিতায় রয়েছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাভ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ ভারসাম্য দৌড়, অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে কবিতা আবৃত্তি বাংলা, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান পল্লীগীতি/ লোকগীতি /অন্যান্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়। বিষয়ভিত্তিক কুইজ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এবং কাবিং।