ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ছাত্রদলের সহ-সভাপতি ব*হি*ষ্কা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৫, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কেন্দ্রীয় ছাত্রদল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন কে বহিষ্কারের কারণ উল্লেখ করেননি বলে জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের একটি সূত্র।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ সবুজ আকন কে

সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার তাদের বহিষ্কারের অনুমোদন দেন। এরপর ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বহিষ্কৃত নেতার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।