
নিজস্ব প্রতিবেদক :: অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশাল এর সদস্যদের সহযোগিতায় বরিশাল বন বিভাগের কয়েকজন কর্মকর্তা কর্মচারী ময়না পাখি বিক্রেতা মো. তানবির হোসেন (২৩) কে আটক করেছে। বৃহস্পতিবার (১৯) জুন দুপুর ১টার সময় বরিশাল কাশিপুর বাজার থেকে ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। ময়না পাখি বিক্রেতা মো. তানবির হোসেন বলেন- তিনি বানারীপাড়া কুন্দিয়া গ্রামের মো. শামছুল হক হাওলাদারের ছেলে।
জানা গেছে, অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশাল এর কয়েক সদস্যের সাথে অনলাইনে ময়না পাখির ক্রয়-বিক্রয়ের কথা হয় আটককৃত তানবিরের। বিক্রি করতে আসলে ওই ঘটনা ঘটে। আটককৃত তানবিরের বাসায় আরো ৫/৬ টি ময়না পাখি আছে বলে জানা গেছে। এর এক মাস পূর্বে বরিশাল ল কলেজের এক শিক্ষকের বাসভবন থেকে খাঁচাসহ পাখি জব্দ করে অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশাল।