ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর স*ন্ত্রা*সী হা*মলা, বরিশালে সাংবাদিক সমাজের তী*ব্র নি*ন্দা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার পর ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামে অবস্থানকালে এ হামলার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের জেরে সন্ত্রাসীরা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশালের সাংবাদিকরা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম হতে পারে।”

সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করুন।