ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫

নলছিটিতে হ*ত্যা মা*ম*লা*য় আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন রি*মা*ন্ডে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: কারাবন্দি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে নলছিটির আলোচিত ইমরান হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার কারাবন্দি শাওনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

জানা যায়, নলছিটি থানার পরিদর্শক আশ্রাব আলী আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি পৌরসভার নান্দিকাঠি এলাকা ইমরান হোসেন (৩২) নামের উপজেলা শ্রমিক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার করে সন্ত্রাসীরা। ইমরান উপজেলার ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি।

তিনি উপজেলার খাজুরিয়া এলাকার আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় তার তার পিতা আবদুর রসিদ হাওলাদার খাজুরিয়া এলাকার ইদ্রিস হাওলাদারের পুত্র আল আমিনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে আসামিদের জিজ্ঞাসাবাদে খুনের সাথে আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওনের জড়িত থাকার তথ্য বেড়িয়ে আসে।

মামলার অন্যতম আসামি বরগুনার আমতলী উপজেলার সেলিম মাতবরকে ঢাকার ডেমরা থানা পুলিশ আটক করে। পরে এজাহার নামীয় আসামি ভারাটে খুনি সেলিম মাতবর পুলিশের জিজ্ঞাসাবাদে শাওন ঢাকা থেকে খুনের উদ্দেশ্যে তাকে চুক্তি করে দেয় বলে স্বীকারোক্তি দেয়।

এর সুত্র ধরে কারাবন্দি আরিফুর রহমান শাওনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। জানা গেছে, গত ১৩ মে রাজধানীর শুভাঢ্যা এলাকার একটি বাসা থেকে কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন।

জানা যায়, ০৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিল শাওন।জনশ্রুতি আছে ০৫ আগস্ট বিকালে ই আমুর ইস্কাটন বাসা থেকে প্রায় অর্ধকোটি নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার নিয়ে গা ঢাকা দিয়েছিল। আটককৃত শাওন খান নলছিটি পৌরসভার ০৬ নং ওয়ার্ড সুর্যপাশা গ্রামের বাসিন্দা।

তার বাবা উপজেলা কৃষকলীগ সভাপতি মো.ফিরোজ আলম।তিনিও একটি মামলায় জেলা কারাগারে বন্দী ।