
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে আটক করেছে ম্রেট্রোপিলটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন- সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে নগরীর কেডিসি এলাকা থেকে ডিবি পুলিশের ওসি সগীর হোসেনের নেতৃত্বে এসআই রাকিব হোসেন ও এসআই মোঃ মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আবদুল্লাহর দায়ের করা একটি মামলায় বিকেলে আদালতে হাজির করা হয়। এই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালতের বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহ বাদী হয়ে ২৪৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এই মামলায় সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনের নাম রয়েছে। এ মামলা নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় গত ২০ মে বাদী মারজুক আবদুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।