
নিজস্ব প্রতিবেদক :: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির বিরুদ্ধে বরিশাল মহানগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরীর বিভিন্ন স্থান ঘুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর যুবদল নেতা মোঃ রিয়াজুর রহমান রিয়াজ এর নেতৃত্বে মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে বক্তারা অবিলম্বে কটুক্তিকারীদের শাস্তি ও দেশে চলমান সহিংসতা, হত্যা-গুম, গ্রেপ্তারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।