ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে উদ্দেশ্য করে কটু*ক্তি*র প্রতি*বা*দে জেলা ও মহানগর যুবদলের বি*ক্ষো*ভ মিছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। এতে সভাপতিত্ব করে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যারা কটুক্তি করেছে তারা রাজাকার, স্বৈরাচার ও মোনাফেক। তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে। আমরা শুধু জুলাই আন্দোলন করিনি। ২০০৮ সাল থেকে আন্দোলন সংগ্রামের পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ করে আসছি। সকল গণতান্ত্রিক আন্দোলনে আমরা সোচ্চার ছিলাম। ফ্যাসিস্ট সরকার আমলে আমাদের ৫ হাজার নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছে। তার পরেও বিএনপি কারো সাথে আপোষ করেনি। গোপালগঞ্জের হামলা নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা বলে আমরা মনে করি। এ ধরণের ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। তাই আগামীতে যাতে ফ্যাসিস্টরা সেই সুযোন না পায় সে জন্য কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। একই স্থানে একই দাবীতে সমাবেশ করে মহানগর যুবদল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান। অপরদিকে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল ১০টায় সমাবেশ করে জেলা উত্তর যুবদল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সালাহ উদ্দীন পিপলু।