ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ কামরুল আহসান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২১, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ৯০ এর দশকের তুখোর ছাত্রনেতা সৈয়দ কামরুল আহসান (৫৮) দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কামরুল আহসান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। রোববার মরহুমের মরদেহ নগরীর কাউনিয়া এলাকার নিজ বাস ভবনের সামনে এসে পৌছলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত্যুর খবর শুনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের বাসায় ছুটে যান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রোববার বাদ এশা নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে কামরুল আহসানের নামাজে জানাজায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সাবেক এমপি মেজবাহ উদ্দীন ফরহাদ, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার সহ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন।