ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির রাজাপুরে বৃষ্টিতে বাড়িতে আশ্রয় নেওয়া শিশুকে ধ*র্ষ*ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৩১, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির রাজাপুরে বৃষ্টিতে বাড়িতে আশ্রয় নেওয়া এক শিশুকে ধ র্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল (২২) ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা করে ভুক্তভোগী শিশুর পরিবার।
শিশুর স্বজনদের ভাষ্য, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি বাড়ি ফিরছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে সে রেজাউলদের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় রেজাউল ওই শিশুকে নিজের ঘরে আটকে ধ র্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয়। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।