ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা জেলা যুবলীগের সহ-সম্পাদক শাহিন গ্রে*প্তা*র

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান শাহিন। তিনি বরগুনা জেলা যুবলীগের সহ সাধারন সম্পাদক। বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বেতাগী থানা-পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় বেতাগী থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে বরগুনা জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করে। তাঁকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’