
কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া :: বানারীপাড়ার ঐতিহ্যবাহী গাভা হাইস্কুলে দশম শ্রেণী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের বিষয়ক এক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা পরিবারের সদস্য হরি ঘোষ দস্তি দার বি এন পি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো: মাহাবুব হোসেন, জনাব ফিরোজ কবির, ছাত্রী অভিভাবক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সুলতান হোসেন হাওলাদার। বিদ্যালয় ক্রিড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব রাজিয়া খানম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব স্বপন কুমার বৈদ্য, শিক্ষক শচীন বিশ্বাস । এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।