
নিজস্ব প্রতিবেদক :: বৃক্ষরোপনের উপর সবাইকে জোর দেয়ার আহ্বান।
বরিশালের উজিরপুর উপজেলায় ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা এবং ১০ পদের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এই কর্মসূচীর আয়োজন করে। সুরক্ষা প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ফলজ,বনজ,সবজি বীজসহ বিভিন্ন প্রজাতির চাড়া গাছ বিতরণ করেছে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার, চ্যানেল আই সাংবাদিক সাঈদ পান্থ, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেন চন্দ্র হালদার, প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সাধারণ সম্পাদক এ্যালবার্ট রিপন বল্লভ ও ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মোসাঃ শিরিন আক্তারসহ প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের সদস্য ও সিআরএসএস’র কর্মকর্তা কর্মচারীরা।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ। বর্তমানে জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যর সংকট আমাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণকে বলা হয় সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর সমাধান। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। এতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কমে গিয়ে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পায়। গাছ ঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। বৃক্ষ মাটিকে দৃঢ় করে ও ক্ষয়রোধ করে। ফলে কৃষি উৎপাদন বাড়ে। পাখি, প্রাণী ও ক্ষুদ্র জীবেরা গাছের ওপর নির্ভরশীল। বৃক্ষরোপণ তাদের আশ্রয়স্থল তৈরি করে। গাছপালা শুধু পরিবেশকেই সুন্দর করে না, মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থতাও বজায় রাখে। তারা আরো বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ম্যানগ্রোভ বা সুন্দরবনের মতো বনভূমি আমাদের প্রাকৃতিক ঢাল। বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। আজ আমরা যদি গাছ লাগাই, আগামী প্রজন্ম একটি সুস্থ-সুন্দর ও নিরাপদ পৃথিবী পাবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল হয়ে বৃক্ষরোপণ আন্দোলনে যুক্ত হতে হবে বলে বক্তারা বলেন।