
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা : কর্মপরিকল্পনা গ্রহণ
সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হাসান।
সভায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিগত কার্যক্রমের রেজুলেশন পাঠ করা হয়। পরে আগামী তিন মাসের জন্য বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন, মা সমাবেশ ও স্কুল ক্যাম্পেইনের আয়োজন, জন্ম নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের জন্য করণীয় নির্ধারণ।
সভায় বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশু পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা। এসময় আরও বক্তব্য রাখেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে মানব পাচার প্রতিরোধে সামগ্রিক কার্যক্রমের সংক্ষিপ্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।