নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সাত ব্যবসায়ীকে জরিমানা
মহাসড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখার দায়ে বরিশালের গৌরনদী উপজেলায় ছয় ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে একটি করাতকলের লাইসেন্স হালনাগাদ না থাকায় এক ব্যবসায়ীকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রমুখ।