ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার এক নারী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ৩০, ২০২৪ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় স্বামীর সাথে ঘুরতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুন) রাতে শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর সংলগ্ন বনরুপা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

জানা গেছে, রাজধানীর খিলক্ষেত এলাকায় বড় বোনের বাসায় স্বামীসহ বেড়াতে আসে ওই ভুক্তভোগী নারী। শুক্রবার বিমানবন্দর এলাকায় ঘুরতে বের হলে কয়েকজন যুবক ওই নারী ও তার স্বামীকে অপহরণ করে বনরূপা আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের বেধড়ক মারধর করে তারা। একপর্যায়ে ভুক্তভোগী নারীকে গণধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারীর স্বামীকে মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দেয়া হয়। এরপর ওই নারীর স্বামী বিষয়টি পুলিশকে জানালে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় সুমন নামের এক ব্যক্তিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে পুলিশ।