ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউখালিতে গাঁজাসহ ঔষধ ব্যবসায়ী গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কাউখালিতে গাঁজাসহ ঔষধ ব্যবসায়ী গ্রেফতার

 

পিরোজপুরের কাউখালীতে গাঁজাসহ রাসেল হাওলাদার (২৫) নামের এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল হাওলাদার উপজেলার দাসেরকাঠি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলা সদরের কচুয়াকাটি বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাসেল হাওলাদারকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এ সময় রাসেলের সহযোগী উঝিয়ালখান গ্রামের সাহেব আলী ছেলে সাব্বির হোসেনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সাব্বির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কাউখালী থানায় বুধবার একটি মামলা হয়েছে।

কাউখালী থানার এসআই মোঃ সানি জানান, আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা হয়েছে এবং পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা গডফাদারদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।