আন্তর্জাতিক ডেস্ক :: যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষো*ভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। খবর সিএনএন, নাইন নিউজের।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ব্যস্ততম শহর মেলবোর্নে রাস্তায় নামে বহু মানুষ। এসময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। যুদ্ধবিরোধী নানা ধরনের স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। ফিলিস্তিনপন্থী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথে।
একপর্যায়ে বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। ছোড়ে টিয়ার গ্যাস। ছড়ায় ব্যাপক সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর।