নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দলে কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যৌথ কর্মিসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মুন্না বলেন, ‘চলামান পরিস্থিতিতে দেশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে আমরা কাজ করছি। জেলায় জেলায় যৌথ কর্মিসভা করে সবাইকে একতাবদ্ধ করছি। বিএনপি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ।’
মোনায়েম মুন্না বলন, এই বরিশালের সন্ত্রাসীদের গডফাদারের আবুল হাসনাত আব্দুল্লাহ’র পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনের সময় যেসকল পুলিশ বাহিনী অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের মুখামুখি করতে হবে। বরিশালের এমপি জাহিদ ফারুককে রিমান্ডে নেওয়া হয়নি, আমরা এই ধরনের আইনের বৈষম্য চাই না।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তাদের আনন্দ উৎসবে কেহ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি আরো বলেন- আমরা কোন প্রকার অপরাজনীতি করতে চাই না, সে পথেও যেতে চাই না। তাই আমাদের সাবধানে পা ফেলতে হবে। আমাদের বার্তা একটা, ঘড়ে বসে রাজনীতি করা যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানের বার্তা সকল নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে তাদের পাশে সব সময় থাকতে হবে। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় আমরা সঠিকভাবে সাংগঠনিক কার্যক্রম করতে পারি নি। বিভিন্ন বাধা-বিপত্তির জন্য এখন আমাদের সময় এসেছে দলের জন্য কাজ করার। আওয়ামী ফ্যাসিষ্ট দলের কোন ব্যক্তি আমাদের দলে অনুপ্রবেশ করতে যেন না পারে সেদিকে যুবদলকে সজাগ থাকার জন্য আহবান করেন।
যৌথকর্মী সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
বরিশাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মসিউর রহমান মঞ্জর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত যুবদল সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল মদস্য সচিব খান মোঃ আনোয়ার ও মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় যৌথ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তারিক, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।
এরপূর্বে দুপুরের পর থেকেই যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে যৌথসভা কেন্দ্র শিল্পকলা একাডেমিতে হাজির হয়। বরিশালে এই প্রথম কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তি-শৃঙ্খল পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।