নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৭৯ শহীদ পরিবার পেলো ৪ কোটি টাকা।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) সারাদেশে শহীদদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এদের মধ্যে বরিশাল অঞ্চলে ১৫০ শহীদ পরিবার খুঁজে পাওয়া গেছে। এর মধ্য থেকে ১২০ জনের তালিকা জুলাই ফাউন্ডেশনের হাতে এসেছে। যাচাই-বাছাই করে ৭৯ জন শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ চেক তুলে দেন জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম বলেন, এটি মাত্র সূচনা। এই কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। শহীদ পরিবার এবং আহতরা যতদিন থাকবে এই জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমও ততদিন চলবে। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজন সদস্য যেন সরকারি চাকরি পায়, সে লক্ষ্যে কাজ করছে জুলাই ফাউন্ডেশন।
বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আগত শহীদ পরিবার এবং ছাত্র আন্দোলনে আহতরা সবাই জড়ো হন শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ. মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, পিরোজপুরের ভান্ডারিয়াসহ বিভাগের প্রায় ৬০০ আহত ও শহীদ পরিবারের সদস্যরা এসে জড়ো হন এখানে। আহতদের বিষয়ে জেলাভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলন বরিশালের সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, প্রতিটি জেলার আহতদের তালিকা ধরে জেলাভিত্তিক সেবা দেওয়া হচ্ছে।
চমৎকার সুশৃঙ্খল পরিবেশে আগত শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে আলাপ করতে দেখা যায় সারজিস আলম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের। সর্বশেষে বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আলাওয়াল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিদ সরদারসহ আরো অনেকে।