নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় বরিশালের অশ্বিনী কুমার হলে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে এবং জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় তথ্য মেলা ২০২৪ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা এবং টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দিন।
মেলার অতিথিরা তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। দুই দিনব্যাপী এই মেলায় বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি প্রদর্শনী। দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা। সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় ২১টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যভান্ডার এবং কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।