ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইসলামি ছাত্রশিবিরের বি*ক্ষো*ভ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন ও জুলাই-আগষ্টে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর। বুধবার (২৭ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি বরিশাল জিলা স্কুল হয়ে নগরীর সদর রোড থেকে টাউন হলে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন- বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন গড়তে সক্ষম হয়েছেন এবং তিনি ইসকন নিষিদ্ধের দাবি ও গনহত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান। এবং জুলাই গনহত্যা ও বিভিন্ন জায়গায় হত্যার সাথে জড়িত শেখ হাসিনার বিচারের দাবি জানান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিব। তিনি বলেন- বাংলাদেশে আর সাধারণ শিক্ষার্থী এবং জনগণের জীবনের উপর হামলা চালালে তা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবেন।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাইম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদেরসহ শিবিরের নেতৃবৃন্দ।