নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ৬ মাসের মধ্যে বাজারে আসবে নতুন নোট
হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে। এখন বাকি প্রক্রিয়া শেষ করতে হবে।
“আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন নকশার টাকা।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট চালুর বিষয়ে আলোচনা চলছি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।
আপাতত ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। টাঁকশাল এরই মধ্যে নোট ছাপানোর কার্যক্রম শুরু করেছে।