
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছে। তাদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
গতকাল শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, গৌরনদী—আগৈলঝাড়া—গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রীজ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার ভোর রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার দিলীপ পান্ডেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়। এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।
আসামী দুই জনকে গতকাল শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


