ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৭ বছরেও শেষ হয়নি শিশু হাসপাতালের নির্মাণ কাজ : সেবা ব*ঞ্চিত বরিশালের শিশুরা

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ৮, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৭ বছরেও শেষ হয়নি শিশু হাসপাতালের নির্মাণ কাজ : সেবা বঞ্চিত বরিশালের শিশুরা

দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য ২০১৭ সালে কাজ শুরু হয় বিশেষায়িত শিশু হাসপাতালের। তবে ৭ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ সম্পন্ন না হওয়ায় আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা।

তবে শীঘ্রই কাজ শেষ হওয়ার কথা জানালেন গণপূর্ত বিভাগ ২০১৭ সালে ২২ কোটি ৬০লক্ষ টাকা ব্যয়ে বরিশাল নগরীর আমানতগঞ্জে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়।

শেখ হাসিনার হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে ১৫ আগস্টে নিহত সুকান্ত বাবুর নামে নামকরণ করা হাসপাতালটির অবকোঠামোর কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ ৭ বছরেও শেষ হয়নি! অবশ্য হাসপাতালটির নামকরণ নিয়েও তৎকালীন সময়ে ক্ষোভ জানিয়েছিলেন অনেকে।

অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রভাব খাঁটিয়ে তার ইচ্ছেমতো করেছেন নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়ছে শিশুদের উন্নত চিকিৎসা।

 

অন্যদিকে বরিশালে প্রতিমাসে গড়ে হাজারেরও বেশি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতে হয় বলে জানালেন সিভিল সার্জন। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা জানিয়ে গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানালেন শীঘ্রই শেষ হচ্ছে নির্মাণকাজ।

শুধু আশ্বাস নয়, দ্রুতগতিতে হাসপাতালটির সকল কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শিশুরা উন্নত চিকিৎসাসেবা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর।