ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশায় পুরো দেশ, সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১০, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ঘন কুয়াশায় পুরো দেশ, সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঘন কুয়াশায় চাদরে মোড়ানো পুরো দেশ। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথে-ঘাটে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া. দেশের অন্যান্য অঞ্চলও ঘনকুয়াশায় ঢেকে গেছে। সঙ্গে বাতাসও বইছে।

ঘন কুয়াশায় তাপমাত্রা কম ও হিমেল বাতাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষের বাড়ছে দুর্ভোগ। তারা ঠিক মতো কাজে যেতে পারছেন না। ফলে উপার্জনে ভাটা পড়তে শুরু করেছে।

বাসচালক তাজুল ইসলাম জানান জানান, গতকাল রাত থেতে এতো ঘন কুয়াশা, ১০ হাত দূরের গাড়ি ঠিকমতো দেখা যায় না। এতে গন্তব্য পৌঁছাতে বেশি সময় লাগছে।

সিএনজি অটোরিকশা চালক হামিদুল জানান, যে পরিমাণ কুয়াশা আর ঠাণ্ডা বাতাস মানুষ বাড়ি থেকে কেমন করে বের হবে। আগে দৈনিক ভাড়া আয় করতাম ৮০০ থেকে ১০০০ টাকা। কয়েকদিন ধরে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। শীত এলে আমাদের কষ্ট হয়।