
নিজস্ব প্রতিবেদক :: মুলাদীতে ওসি জহিরুল আলমের অ.পসা.রণের দা.বীতে মান.ববন্ধ.ন।
মুলাদীর ওসি জহিরুল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর এলাকায় এই মানববন্ধন করা হয়। ওসির বিরুদ্ধে দুর্ণীতি, ঘুষ গ্রহণ ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে চরকালেখান ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ফকির, নেছার উদ্দিন, নাসরিন আক্তার, মালা আক্তার, তাসলিমা বেগম, আকলিমা বেগম, ফরিদা বেগম প্রমুখ।
মানববন্ধনে পূর্ব ষোলঘর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ২০২৪ সালের ১ ডিসেম্বর পূর্ব ষোলঘর গ্রামের জুলহাস আকন ২০-২৫ জন লোক নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জয়নাল আবেদীন ও তার পরিবারের লোকজনকে জিম্মি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই সময়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ২ ডিসেম্বর নাসরিন আক্তার থানায় মামলা করতে গেলে ওসির বরাত দিয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দীন ৫০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় পুলিশ মামলা না নেওয়ায় তারা গত ৫ ডিসেম্বর বরিশাল আদালতে একটি মামলা করেন।
নাসরিন আক্তার আরও বলেন, আদালতে মামলা করায় থানার ওসি ক্ষিপ্ত হয় এবং তাদের প্রতিপক্ষ জুলহাস আকনের স্ত্রী ফাতেমা বেগমকে বাদী করে জয়নাল আবেদীনের বিরুদ্ধে একটি মামলা করিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে স্থানীয়রা ওসির অপসারণের দাবি জানায় এবং শুক্রবার মানববন্ধন করে।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদীন তার স্ত্রীকে দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার চেষ্টা করেছিলেন। ওই মামলা না নেওয়ায় তিনি থানা পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করছেন এবং তার লোকজন দিয়ে মানববন্ধন করে থাকতে পারেন।