ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদরে খাল থেকে এক  নারীর ম.র.দে.হ উদ্ধার, পরিবারের দা.বি হ.ত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে খাল থেকে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি- জমিজমার বিরোধের জেরে কেউ তাকে হত্যা করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চরকাউয়া গ্রামে খন্দকার বাড়ির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হাসিনা বেগম চরকাউয়া গ্রামের উমর আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, চরকাউয়া গ্রামের খন্দকার বাড়ির খালে নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমার বিরোধে কেউ তাকে হত্যা করেছে। আমাদের তদন্ত চলমান আছে, আশা করি দ্রুতই হত্যাকারীরা ধরা পড়বে।

উমর আলীর ভাগিনা হুমায়ুন বলেন, হাসিনা বেগম চরকাউয়া মাঝিমাল্লা সমিতির সাবেক সভাপতি উমর আলীর স্ত্রী। তাদের সাথে জমিজমা বিরোধ নিয়ে মামলা চলমান রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।