ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৫০০ পিস ই য়া বাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৫০০ পিস ই য়া বাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

 

 

বরিশাল বিভাগের  পটুয়াখালী জেলার  বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, লিটন খন্দকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবর শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানা পুলিশের একটি দল আদাবাড়িয়া ইউনিয়নে লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে লিটনকে আটক করে থানায় আনা হয়।

  • বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লিটনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারি।