
বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি :: “শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” -এ প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার অমৃত নগর পাংশায় বরিশাল-ঢাকা মহাসড়কে অমৃত কনজুমার ফুড প্রডাক্টস্ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালী ও সারদা সুন্দরী ভবন মিলনায়তনে ইসলামি চক্ষু হাসপাতালের আয়োজনে শ্রমিকদের কল্যানে ফ্রি চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালী এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা, ঔষধ সরবরাহ ও ফ্রি চক্ষুক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল -এর সভাপতিত্বে এবং অত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, শ্রমিকদের আস্থাভাজন, বলিষ্ঠ কন্ঠস্বর মোঃ আলাউদ্দিন-এর সঞ্চালনায়, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুব তালুকদার, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস্ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক লিটন হাওলাদার।
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন, অত্র শ্রমিক ইউনিয়নের কোষাদক্ষ কাজী মুক্তাল, প্রচার সম্পাদক মোঃ সজিব তালুকদার, সদস্য মোঃ সুমন, মোঃ জালাল শরীফ, ক্যাশিয়ার তারেক বাবু, সমাজসেবক সুমন মিত্র, শ্রমিক হেনা বেগম, মোঃ কবির, মোঃ আরিফ প্রমূখ।