ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জিয়া সাই*বার ফো*র্স’র আহ্বায়ক কমিটি গঠন

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৬, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেসিএফ) এর বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ মে এ কমিটির অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্স এর বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওয়াসিম মৃধা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম।

কমিটিতে মোঃ ফয়সাল হাওলাদার পলাশকে আহবায় এবং মোহাম্মদ মেহেদী হাসান মিঠুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ৬ মে মঙ্গলবার অনুমোদিত এ কমিটির অনুমোদনের কপি বাবুগঞ্জ উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের হাতে তুলে দেন জিয়া সাইবার ফোর্স বাবুগঞ্জ উপজেলা টিম লিডার মোহাম্মদ নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শরিফ।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ সিয়াম শরীফ, নাসির খান, নাবিদ হাসান শান্ত, মোঃ মেহেদী হাসান, মোঃ স্বপন মুন্সি, মোঃ বিল্লাল হোসেন, রনি তালুকদার, মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম জিএম, তপন কুমার মিত্র, মোঃ সজিব, সানজিদা জাহান জেমিন, রাহাত মৃধা, ইমরান হোসেন।

অনুমোদিত জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী বাবুগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের নবগঠিত আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে জেলায় প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে ।