ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নার্সিং কলেজের কর্মসূচিতে হা*ম*লা : আ*হ*ত, ৪

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নার্সিং কলেজে চলমান ছয় দফা দাবির আন্দোলনে হামলায় ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নার্সিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ সংলগ্ন বরিশাল নার্সিং কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নার্সদের প্রথম শ্রেণির পদে নিয়োগ, ২০ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন নার্সিং শিক্ষার্থীরা। মঙ্গলবার বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন পালনের জন্য কলেজের মূল ফটকে তালা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান।
এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থী আয়শা ইসলাম বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগম বাধা দেন। একপর্যায়ে তালা ভেঙে ফেলেন। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ওপর বোর্ড বেসিক শিক্ষার্থীরা হামলা চালান। এতে কলেজের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থী আহসান হাবিব সিফাত বলেন, বরিশালে প্রথম নার্সিং শিক্ষার্থীদের ওপর শিক্ষকরা হামলার ঘটনা ঘটিয়েছেন। কলেজের ইন্সট্রাক্টর ফরিদা বেগমের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। শুধু তাই নয়, আন্দোলন থেকে সরে না গেলে সব শিক্ষার্থীকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন তিনি।

অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষককে লাঞ্ছিতের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তল অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হোসনেয়ারা আক্তার জানান- শিক্ষার্থীদের সামনে পরীক্ষা থাকায় তারা অফিস রুমে ঢুকতে চাইলে শিক্ষার্থীরা ধাক্কা দিয়ে শিক্ষকদের ফেলে দেন।