ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কিনলেন, শেখ হাসিনা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে তিনি উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলের সভাপতির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দলটি।

যে আসনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা
যাদের জনগণের ওপর আস্থা নেই, তারা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : শেখ হাসিনা
মনোনয়ন কেনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই এবং যারা দল হিসেবে সুসংগঠিত না তারাই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা নির্বাচন বানচাল করলে যে দেশের কতবড় ক্ষতি হয় সেটা দুঃখজনক।

অনেক জল্পনা-কল্পনার পর গত বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে, যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।