ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি ডিবি পুলিশের অভি*যানে ই*য়া*বাসহ যুবক আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ একজন যুবককে আটক করেছে। রোববার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ফোর্সসহ তারা মিরেরহাট এলাকায় আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় মোঃ রাসেল হাওলাদার (২২), পিতা-মোঃ আবজাল হাওলাদার, মাতা-মিনারা বেগম, সাং-আড়ুয়া সোনার গাঁও, বড়ইয়া ইউনিয়ন, রাজাপুর থানাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত কালো জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপী রঙের মোট ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।