ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পাওনা টাকা চাওয়ায় নারীকে পি*টিয়ে জ*খ*ম

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরায় পাওনা টাকা চাইতে গেলে এক নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ওটরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়- বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ওটরা গ্রামের মৃত ছত্তার বেপারীর স্ত্রী হাসিনা বেগম (৬০) পাওনা টাকা চাইতে গেলে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই বাড়ির লিটন বেপারীর স্ত্রী সাবিনা বেগম (৩৮)।

আহতের পরিবার সূত্রে জানা যায়- হাসিনা বেগমের জামাতা রেজাউলের কাছে থেকে দুই বছর পূর্বে ১ লক্ষ টাকা ধার নেয় সাবিনা বেগমের স্বামী লিটন বেপারী। পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেয় এবং নানা তালবাহানা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সাবিনা বেগম বৃদ্ধা নারী হাসিনা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে হাসিনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

আহত হাসিনা বেগম জানান- পাওনা টাকা চাইতে গেলে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত পিটিয়েছে সাবিনা বেগম। এছাড়াও আমাদের স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ওই হামলাকারী নারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।