নিউজ ডেস্ক :: খালেদা জিয়ার উপদেষ্টা আটক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করেছে র্যাব-২।
জানা যায়, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননা মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় আটক করা হয়েছে তাকে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
শিহাব করিম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়েছে। আদালত অবমাননা মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, ইতঃপূর্বে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ধার্য তারিখে তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হয়নি। এর আগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বে ও হাজির না হওয়ায় তাকে খুঁজে বের করে অবিলম্বে বিজ্ঞ আদালতে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।
র্যাব আরও জানায়, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি নাশকতায় মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আজ সকালে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।