ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫

উজিরপুরে আদালতের নি*ষে*ধা*জ্ঞা উপে*ক্ষা করে জমি দ*খ*ল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৮, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুরে ওটরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল করছে প্রতিপক্ষ ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়- ওটরা গ্রামের মোঃ লাল মিয়া গংদের সাথে একই গ্রামের আঃ জব্বার ঘরামী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

জানা যায়- ওটরা মৌজায় বিএস খতিয়ান নং১৩৬১, বিএস দাগ নং ৬৪৪/৬৪৫/৬৪৬/৬৩১ মোট জমি ২২ শতাংশ। এরমধ্যে ৬৪৬ নং দাগের ৬ শতাংশ জমি নিয়ে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এছাড়া ওই বিরোধীয় জমি নিয়ে মোঃ লাল মিয়া বাদী হয়ে বরিশাল মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪/১৪৫ ধারায় একই গ্রামের আঃ জব্বার ঘরামী,মামুন ঘরামী,মাওলা ঘরামী,মায়া বেগম,চান্দু মিয়া,জুয়েল ঘরামীসহ অজ্ঞাত ৫/৬ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে মামলায় গত ২৭ জুন শুক্রবার সকালে উজিরপুর মডেল থানা পুলিশ উভয় পক্ষকে কোন ধরনের অবৈধ স্থাপনা না করার নিষেধ করে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নোটিশ প্রদান করে। সরেজমিনে গিয়ে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে অভিযুক্ত আঃ জব্বার ঘরামী গংরা জোরপূর্বক ক্ষমতার দাপটে ইট, বালু, সিমেন্ট ও ইট ভাঙা মেশিন দিয়ে খোয়া তৈরিসহ ভবন নির্মাণের জন্য যাবতীয় সরঞ্জাদি নিয়ে ওই জমি দখল করার কার্যক্রম চালাচ্ছে ওই ভূমিদস্যু প্রভাবশালীরা।

এ ব্যপারে ভুক্তভোগী মোঃ লাল মিয়া জানান- আঃ জব্বার ঘরামী গংরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমাদের জমি জোরপূর্বক দখল এবং আমাদের স্ব-পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এছাড়া অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। আঃ জব্বার ঘরামী গংরা এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত।

এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে জমি দখলমুক্ত রাখা ও তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার