ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে কিশোরীকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল; পুলিশ বলছে পারিবারিক বিষয়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে হাত পাঁ বেধে তুলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল গাজী তার ফেইসবুকে দাবী করেন তার বউ কে মাড়তে মাড়তে হাত পাঁ বেধে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছেন ওই কিশোরীকে তারা বাবা এবং আত্বীয় স্বজন জোর পূর্বক তাদের বাড়ি নিয়ে গেছে। এটি রাজনৈতিক কোন ঘটনা নয়। শনিবার রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর সাথে কামাল গাজীর প্রেমের সম্পর্ক রয়েছে, সম্প্রতি কিশোরী কামাল গাজীর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। শনিবার রাতে কিশোরীর পিতা ও স্বজনরা জোর পূর্বক তার বাবার বাড়িতে নিয়ে যায়। এ সংশ্লিষ্ট ১৫ সেকেন্ড এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কামাল গাজী। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
এ বিষয় রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন জানান, এটা কোন রাজনৈতিক বিষয় নয়, এটি একটি পারিবারিক বিষয়। অভিযোগ পেলে পুলিশ ঘনটার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।